জগন্নাথ সরকার: চন্দননগরের চড়কপূজা কবে প্রথম শুরু হয় তা সকলের কাছে অজ্ঞাত । কেউ বলেন , ২০০ বছর , কেউ বলেন ১৫০ বছর। সমরেশ চট্টোপাধ্যায়ের কাছে জানা গেল এই চড়ক পূজা আদিতে ছিল তাঁদের পারিবারিক পূজা এবং তাহা প্রায় ১২০ বছর পূর্বে " ভবতারণ চট্টোপাধ্যায় এই শিব মন্দিরের প্রথম পুরোহিত এবং সেই সমসাময়িক সময় থেকেই এই চড়ক পূজার প্রচলন বা উৎসব পালন । ৺ভবতারণ চট্টোপাধ্যায়ের অবর্তমানে তার স্ত্রী উমা দেবী স্বয়ং শিবের পূজা করতেন এবং তিনি এই চড়ক পূজার পূজারী এবং পরবর্তী সময়ে ৺চম্বুলাল চট্টোপাধ্যায় এই চড়ক পূজার আয়োজক ছিলেন । সদস্য সমরেশ চট্টোপাধ্যায় জানান , ১৯৯৫ সালে এই শিব মন্দির তেমাথা জগদ্ধাত্রী পূজা কমিটিকে দান করেন এবং বর্ত মানে সেখানে নতুন কাশী বিশ্বনাথ শিব মন্দির সংস্কার করেন । চড়ক পুজো দেখতে প্রায় পাঁচহাজার মানুষের সমাগম হয়েছিল । প্রায় ৩০/৩৫ ফুট উঁচু চড়কগাছে নয়জন সন্ন্যাসী যথাক্রমে সুফল রায় , শ্যামা আগরওয়াল , সঞ্জয় রায় , পাঁচুগোপাল কর্মকার , শঙ্কর রায় ও রবি রায় ৪/৫ মিনিট ধরে চড়কীর মতো ঘুরছিল । বৈকাল ৫ টা থেকে ৮ টা পর্যন্ত এই উৎসব চলে । সুফল রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান , শারিরিক কোন কষ্ট ভোগ না করে পয়ত্রিশ বছর ধরে চরকে অংশগ্রহণ করছেন । চড়কী ঘোরা সকল মানুষ উপভোগ করেন ।