Alpana Gram: গ্ৰামের প্রতিটি দেওয়ালে অঙ্কিত দেবদেবীর পুরানচিত্র!জানুন আলপনা গ্ৰামের অজানা কথা - Pralipta


কোয়েল সাহা : আলপনা উৎসব বা মঙ্গলকার্যে গৃহদ্বারে, অঙ্গনে, ঘরের দেওয়ালে খড়ি-প্রভৃতি রঙের চিত্রাঙ্কন বা অঙ্কিত চিত্র। আলপনা হল মানবসভ্যতার লোকজ চিত্রকলা। প্রধানত মহিলারাই এই লোকশিল্পকে বাঁচিয়ে রেখেছে তাদের অঙ্কনশৈলীর মধ্যে দিয়ে । কিন্তু আপনারা কেউ কখনও শুনেছেন আলপনার গ্ৰামের কথা? জানেন কী কিরকম দেখতে সেই গ্ৰাম? চলুন আজ সেই গ্ৰামের অঙ্কনশিল্পের সাথে পরিচিত হই।

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আউস গ্রাম ২ নাম্বার ব্লকের অধীন দেবশালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জঙ্গলের মাঝে একটি গ্ৰাম যার নাম লবন্ধার। এই গ্রামের সাথে আর পাঁচটা গ্রামের একটু পার্থক্য আছে।এই গ্রাম যেন আলপনার তুলিতে সেজে উঠেছে নতুন সাজে।মাটির ঘরের দেওয়াল দেখলে মনে হবে কেউ যেন নিপুণ হাতে যত্ন করে আলপনাগুলি অঙ্কন করেছে. এক ঝলকে দেখলে গ্রামের সৌন্দর্যের পটভূমি দেওয়ালের আলপনার সাথে গুলিয়ে ফেলতে পারেন।

এই আলপনা গ্রামের বাইরে থেকে ভিতরে ঢুকতে গেলেই প্রথমেই চোখে পড়বে বাড়ির দেওয়াল, বাড়ির পাঁচিল ,মন্দির প্রাঙ্গণ সবই যেন মনোমুগ্ধকর চিত্রকর্মের দ্বারা সুসজ্জিত হয়ে উঠেছে।

এই গ্রামের প্রতিটি দেওয়াল বা ঘরের কোণ যেনো এক একটি ক্যানভাস। গ্রামের একজন ব্যাক্তি জানিয়েছেন এই গ্ৰামের অন্নপূর্ণার মন্দির থেকে প্রথম ছবি আঁকার কাজ শুরু হয়েছিল। রামায়ণ, মহাভারতের পৌরাণিক কাহিনী ও শ্রী চৈতন্যদেবের ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পীরা।এই মন্দির প্রাঙ্গণ চিত্রকলা দিয়ে সেজে ওঠার পর এই গ্রামে ২০২২ সালের ফেব্রুয়ারিতে এক চিত্রকলার অনুষ্ঠান হয়েছিল সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে চিত্র শিল্পীরা জমায়েত হয়েছিল। তার মধ্যে ছিলেন রুপচাঁদ কুণ্ডু ও উড়িষ্যার সরোজ মিশ্র, দেবেন্দ্র মহারানা। গোটা গ্রামে তাদের অঙ্কিত নান্দনিক শিল্পকলা মনোমুগ্ধকর পটভূমি সৃষ্টি করেছে।


 এছাড়া গ্রামের আরো একজন ব্যাক্তি জানান যে ,এই অঙ্কন কাজের পিছনে আরো একটি কাহিনী আছে। তা হলো এই গ্রাম জঙ্গল অধ্যুষিত তাই জঙ্গলকে রক্ষা করার জন্য দেওয়ালে বিভিন্ন দেব দেবীর কাহিনী ও ছবি আকারে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু পৌরাণিক কাহিনী নয় সবুজকে রক্ষা করার জন্য, জঙ্গল রক্ষার মত সমাজ সচেতনতার বার্তা এই চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে।

সবুজ ঘেরা অসম্ভব সুন্দর ছোট্ট একটা গ্রাম। এখানের যেসব আদিবাসী পাড়া আছে তারাও অপূর্ব শিল্পকলার দ্বারা তাদের গ্রামকে এনে দিয়েছেন এক অনন্য মাত্রা।আদিবাসী সম্প্রদায় হলেও তারা ছবি আঁকার ক্ষেত্রে যে কতটা দক্ষ তা তাদের গ্রামাঞ্চল পরিভ্রমন না করলে বোঝার উপায় নেই। এদের ছবির মূল বিষয়বস্তু গাছ, জঙ্গল, বন্য প্রাণী অর্থাৎ বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করলেই মানব জাতির অস্তিত্ব বজায় রাখা যাবে।গ্রামের প্রতিটি ঘরের দেওয়াল ও অঙ্গন যেন ধর্মীয় পুরানের সাথে প্রকৃতির অপূর্ব মেলবন্ধনের ক্যানভাস হয়ে উঠেছে। মাটির ঘরের বাসিন্দারা নিজেদের মতো করে সাজিয়েছেন তাদের নিজস্ব শৈল্পিক রাজ্য।প্রকৃতির কোলে অবস্থিত শান্ত নিভৃত অসম্ভব সুন্দর চিত্রে সজ্জিত এই গ্রামে ঘুরে আসতেই পারেন পরিবারকে সঙ্গে নিয়ে আর ক্যামেরাবন্দি করতেও পারেন এই গ্রামের আলপনা দ্বারা চিত্রিত দেওয়ালের নান্দনিক সৌন্দর্যকে।

তথ্যসূত্র ও ছবি : ইন্টারনেট থেকে প্রাপ্ত