Debashree Roy: ৯২ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেত্রী দেবশ্রী রায়ের মা আরতি রায় - Pralipta

প্রলিপ্ত ডেস্ক: মঙ্গলবার অভিনেত্রী দেবশ্রী রায়ের মা আরতি রায় প্রয়াত হলেন । মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। বিগত কয়েক মাস তিনি দেবশ্রী রায়ের দিদির বাড়িতে ছিলেন। সেখানেই চলছিল আরতি দেবীর চিকিৎসা। মৃত্যুর সময় পাশে ছিলেন তাঁর ৩ মেয়েই।

মেয়ে দেবশ্রীকে নাচ শেখানো থেকে শুরু করে তাঁকে অভিনয়ে অনুপ্রেরণা জোগানোর পিছনে আরতি দেবীর অবদান অনস্বীকার্য।আরতি দেবীর মেয়ে অর্থাৎ দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়ের মেয়ে অভিনেত্রী রানি মুখার্জি। তবে পরিবার সূত্রে খবর, তিনি শারীরিক অসুস্থতার কারণে এই মুহূর্তে আসতে পারছেন না।

তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট সূত্রে প্রাপ্ত