প্রলিপ্ত ডেস্ক: প্রয়াত হলেন সত্যজিৎ রায়ের চিত্রগ্রাহক সৌমেন্দু রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সত্যজিৎ রায়ে ছাড়াও কাজ করেছেন তরুণ মজুমদার, তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত, উৎপলেন্দু চক্রবর্তী, রাজা সেনের মতো পরিচালকের সঙ্গে। সৌমেন্দুর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।
১৯৫৪ সালে সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম পরিচয় হয় সৌমেন্দুর (জন্ম ১৯৩২)। সত্যজিতের প্রথম ছবি ‘পথের পাঁচালী’তে সৌমেন্দু ছিলেন সুব্রত মিত্রের সহকারী। এরপর ১৯৬১ সালে স্বাধীনভাবে সত্যজিতের সঙ্গে কাজ শুরু তিন কন্যা দিয়ে। সৌমেন্দুবাবু মোট ১৫টি সত্যজিতের সঙ্গে ছবি করেছিলেন। তিনি রাষ্ট্রপতি পুরস্কার-সহ বহু সম্মানও পেয়েছেন।
তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট