Amartya Sen: এবার করোনার কবলে পড়লেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন - Pralipta 


প্রলিপ্ত ডেস্ক: বিগত দুই বছর ধরে করোনা মহামারী প্রাণ কেড়েছে বহু মানুষের। করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা বিশ্ব। মাঝের সময়ে মহামারীর দাপট কিছুটা কমলেও বর্তমানে পুনরায় একবার দেশে চোখ রাঙাচ্ছে কোভিড আর এবার করোনার কবলে পড়লেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন(Amartya Sen)।আপাতত শান্তিনিকেতনে নিজের বাসভবনে রয়েছেন তিনি। সেখানেই তাঁর চিকিত্‍সা চলছে বলে খবর।

গত তিন মাস ধরে বাংলা সহ গোটা ভারতবর্ষে করোনার দাপট অনেকাংশে কমে গিয়েছিল। তবে বর্তমানে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে এই মহামারী। ভারতে যখন এর প্রভাবে প্রতিদিন ২০ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়ে চলেছেন, সেখানে বাংলায় এর সংখ্যা ৩০০০-এর আশেপাশে। ইতিমধ্যেই চিকিত্‍সকদের দ্বারা মানুষকে সচেতন করা হয়েছে। যেকোন সময় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনাও জাহির করেছে বিশেষজ্ঞরা। এর মাঝে অমর্ত্য সেনের করোনা আক্রান্ত হয়ে পড়ার ঘটনায় চিন্তিত সকলে। ইতিমধ্যেই তাঁর সুস্থতা কামনা করেছে গোটা দেশবাসী।