জানেন কি ভ্যালেন্টাইন্স ডে কেন পালন করা হয়! জেনে নিন এর ইতিহাস সম্বন্ধে - Pralipta


প্রলিপ্ত ডেস্ক : ‘ভালোবাসা দিবস’ বলতেই আমাদের সবার আগে মনে পরে ১৪ই ফেব্রুয়ারির কথা। ভালোবাসার সংজ্ঞাটা সকলের কাছে আলাদা রকমের হলেও ভালোবাসার দিন অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি দিনটি সকলের জন্য এক। এই দিনটির জন্য সকলেই অপেক্ষা করে থাকে। কিন্তু জানেন কি এই ‘ভালোবাসার দিন’ অর্থাৎ ‘ভ্যালেন্টাইন্স ডে’ কেন পালন করা হয়?
 
২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। আর তাই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিনটি ছিল ১৪ই ফেব্রুয়ারি। যদিও তারপরে ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন’স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন। আর তারপর থেকেই এই ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা হয়। যদি ভালোবাসা দিবস কিন্তু সকল দেশে পালিত হয় না। খৃস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেইটাইন উৎসব নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদ্‌যাপন নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এই দিবস প্রত্যাখ্যাত হয়। সম্প্রতি পাকিস্তানেও ২০১৭ সালে ইসলামবিরোধী হওয়ায় ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে সেদেশের আদালত।