ফসল বিক্রিতে বাধার সম্মুখীন পাটচাষীরা - Pralipta


ভবানী বর্মন, ২৮ জুলাই, কলকাতা : চাষের খরচের তুলনায় বর্তমান সহায়ক মূল্য কম। ভয়াবহ অবস্থার মুখে পাটচাষীরা। লসের মুখ দেখতে হচ্ছে পাটচাষীদের। এই সমস্যার সমাধানের জন্য অগ্ৰগামী কিসান সভার নেতারা আবেদন করেন জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তীর কাছে। ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠনের রাজ্য কমিটির আহ্বায়ক গোবিন্দ রায় ও দলের আরও দুই প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর এবং নগেন রায় গতকাল ২৭ জুলাই কমিশনারের সাথে দেখা করে জানান ৫০০ টাকার উপরে পাট বিক্রির ক্ষেত্রে রেজিস্ট্রেশন বন্ধ থাকায় সাধারণ চাষিরা সমস্যায় পড়েছেন।