শমীবৃক্ষঃ মহাভারতের এক ঐতিহাসিক নিদর্শন



গোবিন্দ সরকার,দঃ দিনাজপুরঃ

শমীবৃক্ষ মহাভারতের এক প্রাচীনতম নিদর্শন।কথিত আছে পাঁচ ভাই পান্ডব দীর্ঘ বনবাসের পর অজ্ঞাতবাসের জন্য রাজা বিরাটের দরবারে চাকরের ছদ্মবেশে যান।সেখানে রাজা বিরাট যাতে পান্ডু পুত্রদের চিনতে না পারেন সেজন্য তাঁরা এই বেশ ধারণ করেন।কারণ অজ্ঞাতবাসে কেউ তাঁদের চিনতে পারলে আবার দীর্ঘ বনবাসে পাঠানো হবে বলে শর্ত ছিল।তাছাড়া কুরুপক্ষ থেকে অনেক গুপ্তচরও নিয়োগ করেন পান্ডু পুত্রদের জিহ্নিত করার জন্য।ছদ্মবেশ ধারণের ফলে তাঁদের অস্ত্রসস্ত্র ও সমস্ত অলংকার খুলে এই শমীবৃক্ষের তলায় লুকিয়ে রাখা হয়।অজ্ঞাতবাস শেষ হলে পান্ডু পুত্ররা সশরীরে সমস্ত কিছু নিয়ে পুনরায় নিজের রাজ্যে ফিরে যান।

এই ঐতিহাসিক শমীবৃক্ষটি দঃ দিনাজপুর জেলার হরিরামপুর থানার কসবা বৈরহাট্টা গ্রামে অবস্থিত।আজও বৃক্ষটি সতেজ ও সবুজ।প্রতি পয়লা বৈশাখে শমীবৃক্ষকে কেন্দ্র করে মেলা বসে।বৃক্ষটি দর্শনের জন্য অনেক ইতিহাস প্রিয় মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসেন।