Election 2024: কবে থেকে ভোট শুরু বাংলায়? পশ্চিমঙ্গে ভোট হবে কত দফায়? - Pralipta


প্রলিপ্ত ডেস্ক:
আজ শনিবারই লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তে চলেছে। দুপুর ৩টেয় সাংবাদিক বৈঠক শুরু করলো। সাংবাদিক বৈঠক থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি চালু হবে। কবে থেকে ভোট শুরু হবে? কত দফায় ভোট হবে? পশ্চিমঙ্গেই বা কত দফায় ভোট হবে? 
● বাংলায় সাত দফা ভোট। বাংলা, বিহার ও উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে।
● প্রথম দফা: ১৯ এপ্রিল, দ্বিতীয় দফা: ভোট গ্রহণ ২৬ এপ্রিল, তৃতীয় দফা: ভোট গ্রহণ ৭ মে, চতুর্থ দফা : ভোট গ্রহণ ১৩ মে। পঞ্চম দফা : ২০ মে, ষষ্ঠ দফা: ২৫ মে, সপ্তম দফা: ১ জুন
● ২০২৪ সালের লোকসভা ভোট আয়োজিত হবে সাত দফায়। প্রথম দফা: ১৯ এপ্রিল, গণনা – ৪ জুন
● অন্ধ্রপ্রদেশে ১৩ মে ভোট গ্রহণ
● অরুনাচলপ্রদেশ ও সিকিমে ১৯ এপ্রিল নির্বাচন
● সিকিম, ওড়িশা, অরুনাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন হবে
● উপনির্বাচন: দেশের ২৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।
● ২১০০ অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের
● বারো রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের তুলনায় বেশি
রূপান্তরকামী ভোটার ৪৮,০০০
● পুরুষ ভোটার ৪৯.৭ কোটিমহিলা ভোটার ৪৭.১ কোটিপ্রথম ভোটার ১.৮ কোটি
● ৯৭ কোটি রেজিস্টার্ড ভোটার এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে। ১০.৫ লক্ষ ভোট গ্রহণ কেন্দ্র থাকবে।

তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট