Weather Update: আবহাওয়ার বিরাট পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর - Pralipta

প্রলিপ্ত ডেস্ক: ভরা বসন্তের মাঝে বিরাজ করছে কালবৈশাখীর আবহাওয়া। কলকাতা-সহ রাজ্যের সব জেলায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় এ দিন বজ্রবিদ্যুৎ-সহ হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি একইরকম থাকবে। কলকাতা-সহ উপকূলবর্তী জেলা ও পার্শ্ববর্তী জেলার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট