Narendra Modi: নজরে লোকসভা নির্বাচন, আজ একগুচ্ছ কর্মসূচি প্রধানমন্ত্রীর - Pralipta


প্রলিপ্ত ডেস্ক:
সামনেই লোকসভা নির্বাচন।  রবিবার একগুচ্ছ কর্মসূচি নরেন্দ্র মোদির। আজ সকালেই গুজরাটের দ্বারকায় হাজির হয়েছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই দেশের দীর্ঘতম কেবল তারে ঝোলানো সুদর্শন সেতুর উদ্বোধন করতে চলেছেন তিনি।
২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। যা তৈরিতে খরচ হয়েছে ৯৮০ কোটি টাকা। ২.৩২ কিলোমিটার দীর্ঘ এই সেতু যুক্ত করবে ওখার সঙ্গে বেইট দ্বারকা দ্বীপকে। প্রতিদিন ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে এই সেতু থেকে।
রবিবার গুজরাটের রাজকোট থেকে ভার্চুয়ালি এইমস রাজকোট, এইমস ভাতিন্ডা, এইমস মঙ্গলগিরি, এইমস রায়বরেলি এবং এইমস কল্যাণীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও উদ্বোধনের আগেই বিতর্কে জড়িয়েছে কল্যাণী এইমস। পরিবেশ দপ্তরের কোনও ছাড়পত্র মেলেনি কল্যাণী এইমস-এর। পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়াই বাংলার প্রথম এইমসের উদ্বোধন করবেন মোদি। 

তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট