IND vs SA: দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে পরাজিত করল ভারত - Pralipta

প্রলিপ্ত ডেস্ক: জন্মদিনে কোহলির দুর্দান্ত ৪৯তম সেঞ্চুরি আর তার সাথে রবীন্দ্র জাদেজার জাদুতে বিশ্বকাপে ভারতের টানা ৮তম জয়। ভারত দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে পরাজিত করে। রবিবারে ইডেনে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ৩২৭ রানের টার্গেট দিয়েছিল ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকার ইনিংস ২৭.৩ ওভারে মাত্র ৮৩ রানে শেষ হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ৯ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন। এর আগে, সেঞ্চুরি করে, বিরাট কোহলি ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডের সমান করেছিলেন। ভারতের হয়ে ১২১ বলে ১০১ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন বিরাট কোহলি।


ভারতের ৩২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দলের শুরুটাই ছিল হতাশাজনক। দক্ষিণ আফ্রিকা প্রথম ধাক্কা পায় ৬ রানে। এরপর চলতে থাকে উইকেট আউটের ধারা। দক্ষিণ আফ্রিকার ৫ ব্যাটসম্যান ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ভারতীয় দলকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সিরাজ। কুইন্টন ডি কককে আউট করেন মোহাম্মদ সিরাজ। ২২ রানে দ্বিতীয় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমাকে বোল্ড আউট করেন রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা ৯ ওভারে ৩৩ রানে ৫ খেলোয়াড়কে আউট করেন। এছাড়া মহম্মদ শামি ও কুলদীপ যাদব নেন ২-২ উইকেট। মোহাম্মদ সিরাজ পেয়েছেন ১টি সাফল্য।

তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট