প্রলিপ্ত ডেস্ক: বালেশ্বরের স্মৃতি উস্কে বিশাখাপত্তনমে ট্রেন দুর্ঘটনা। রাতের অন্ধকারে ফের ট্রেন দুর্ঘটনা। এবার দুর্ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশে। সেখানে প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি এক্সপ্রেস ট্রেনের। খবর সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন ১০ জন। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে একটি ট্রেনের পাশে, লাইনচ্যুত হয়ে অন্যটিকে পড়ে থাকতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য।
রেল সূত্রে খবর, প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল। ওভারলোড কেবলে ব্রেক পেয়ে লাইনের উপর দাঁড়িয়ে যায়। সেই সময় পলাশ এক্সপ্রেস এসে বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে ধাক্কা মারে। তাতে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তীব্র শব্দ শুনে স্থানীয় মানুষজন ছুটে আসেন। তাঁরাই উদ্ধারকার্যে হাত লাগান বলে জানা যাচ্ছে।
তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট