প্রলিপ্ত ডেস্ক: বরানগরে লরির ধাক্কায় মৃত্যু হল এক টেলি অভিনেত্রীর। মৃতার নাম সুচন্দ্রা দাশগুপ্ত। স্থানীয় সূত্রে খবর যে শনিবার রাতে শুটিং সেরে অ্যাপ বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সুদীপা। বরানগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি ওই মোটর বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর। দুর্ঘটনার ফলে বেশ কিছু ক্ষণ যান চলাচল ব্যাহত হয় বিটি রোডে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অনলাইনে বাইক বুক করেছিলেন ওই অভিনেত্রী। বরাহনগরের মোড়ের কাছে সিগন্যালের ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। ওই সময়ই পিছন থেকে একটি দশ চাকার লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটা ভেঙে গুঁড়ো হয়ে যায়। ‘গৌরী এলো’-সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন সুচন্দ্রা। শনিবারও শুটিং সেরেই বাড়ি ফিরছিলেন তিনি।
প্রাথমিকভাবে যে তথ্য হাতে পাওয়া যাচ্ছে সেই মোতাবেক ওই ঘাতক লরি চালককে গ্রেফতার করা হয়েছে।ঘটনার সময় ঠিক ঘটেছিল তা বুঝতে এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কথা বলার চেষ্টা করা হচ্ছে অলাইনে বুক করা বাইকটির চালকের সঙ্গে। এ ঘটনায় তিনিও আহত হয়েছেন। ভর্তি রয়েছেন হাসপাতালে।
তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট সূত্রে প্রাপ্ত