Durga Puja 2022: পুজোর উদ্বোধনেও তৃণমূল বনাম তৃণমূল, ফিতে-কাঁচি হাতেই তুঙ্গে 'গোষ্ঠীদ্বন্দ্ব'! - Pralipta

প্রলিপ্ত ডেস্ক: পুজো উদ্বোধন করার জন্য ফিতের সামনে কাঁচি হাতে দাঁড়িয়ে ছিলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার সাথে ছিলেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত আর প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর স্বামী তৃণমূল নেতা সঞ্জয় বক্সী। কিন্তু এ কি কাণ্ড! ফিতে কাটার আগের মুহূর্তেই বিবেক এবং সঞ্জয়ের মধ্যে বাঁধে বিরোধ। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতে বেশি সময় নিল না।
একটি ফুটেজে দেখা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফিতের কাছে কাঁচি নিয়ে গিয়ে থমকে যান আর তখনই বিবেক ঠেলছেন সঞ্জয় বক্সীকে আবার সঞ্জয় কনুই দিয়ে ঠেলছেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ককে। এই ঠেলাঠেলি থেকেই শুরু হয়ে যায় বচসা। তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজনকে থামানোর চেষ্টা করেন। পরে সমস্যা মিটে যাওয়ার পর পুজোর উদ্বোধন করেন সাংসদ। এই ঘটনাটি ঘটেছে চতুর্থীর সন্ধ্যায় পাথুরিয়াঘাটায়। মনে করা হচ্ছে, মূলত গোষ্ঠীদ্বন্দ থেকেই এই বিরোধের সৃষ্টি হয়েছিল।