পথের আলাপ গল্প প্রতিযোগিতা, ২০২০ - Pralipta

পথের আলাপ গল্প প্রতিযোগিতা, ২০২০ নিয়মবিধি :

একজন অংশগ্রহণকারী একটিমাত্র গল্পই পাঠাতে পারবেন। লেখার সাথে লেখকের সম্পূর্ণ নাম, ঠিকানা, ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া আবশ্যক। 

গল্পের শব্দসংখ্যা অনধিক ২৫০০।

লেখা শুধুমাত্র ইমেল মারফতই গ্রহণ করা হবে। ওয়ার্ড ফাইলে বা মেলবডিতে লিখে মেল করুন patheralap2012@gmail.com -এ।

প্রতিযোগিতার মোট আর্থিক পুরস্কার মূল্য আট হাজার টাকা। 

গল্পটি মৌলিক এবং অন্যত্র প্রকাশিত বা প্রকাশের জন্য বিবেচনাধীন নয়—এই মর্মে লেখকের স্বীকারোক্তি বাঞ্ছনীয়।

গল্পের কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নেই। তবে কোনো বিশেষ ধর্মীয় ভাবাবেগ বা রাজনৈতিক ভাবাদর্শের প্রচারমূলক লেখা অবাঞ্ছনীয়।

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানানবিধি মান্য করতে হবে।

প্রতিযোগিতার ফলাফলের ক্ষেত্রে বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত।

পুরস্কৃত গল্পগুলির প্রথম প্রকাশের স্বত্ত পথের আলাপ কর্তৃক সংরক্ষিত থাকবে।

পথের আলাপের সদস্যবৃন্দ বা তাদের পরিবারের সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

এই পোষ্টটি সম্পূর্ণ ভাবে পথের আলাপের একটি ঘোষণা, প্রয়োজনীয় জিজ্ঞাসা তাদেরকে Mail করে জানাতে পারেন।