কবিতা | বৃষ্টি শহর ও বান্ধবীরা | সৌম্যজিৎ কোনার | Haraf | Pralipta


তোমায় দিলাম বর্ষা দিনের রোদ, তুমি আমাকে রামধনু দিও
এই শ্রাবণে ভিজে যায় শহরও বাদ থাকেনা বর্ষাতিও

এসব দিনে মন লাগেনা কিছুই চোখ শুধু মেঘেদেরই খোঁজে
জাপটে ধরে সোহাগ করার পরেও ঠোঁটের দুঃখ
শুধু ঠোঁটই বোঝে

সুখ কেই বা বোঝে বল? ঠোঁটের নীচের তিল
ছাড়া
বৃষ্টির খোঁজ কেইবা রাখে? আবহাওয়া দফতর
ছাড়া

বাতাসেরা ভাগ হবে নিজেদের মতো, ভুলে যেওনা!
স্মৃতিদের কাছে এটুকুই 'গুজারিশ'
বিস্মৃতি নামক মরুভূমিতে চিরকালই ঝরে নীলচে
রঙের অভিমানের 'বারিষ'

নীল পাড় সাদা শাড়ি, ঝড়ের মুখের সরিয়ে দেওয়া
চুল
তুমি যদি হও বর্ষামঙ্গল আমিও তাহলে বৃষ্টিপ্রেমিক
বান্ধবীদের স্কুল

বন্ধুরা সব চলে গেছে বান্ধবীদের সাথে, পড়ে আছে
শুধু টিপের পিছনে আয়না
গবেষকেরাও মেনে নিয়েছে একথা যে, বৃষ্টি থেকে
কখনো কান্না আলাদা করা যায়না

অনেক হয়েছে নীরবতার রাত! এখন জ্বলুক
গানের রঙমশাল
আমার হৃদয়ে বেঁচে থাকে 'অরিজিৎ' তোমার বিকেলে 'শ্রেয়া ঘোষাল'

আজ তবে এটুকুই থাক দেখা হবে পরের সভ্যতায়
মিশরীয়
তুমি বরাবর 'সুনীলে' বেঁচে থাকো, আমার ভাবনা
শুধুই 'জীবনান্দনীয়'