Weather Today:তাপপ্রবাহে পুড়ছে রাজ্যের একাধিক জেলা, আজ কলকাতার তাপমাত্রা কত? - Pralipta


প্রলিপ্ত ডেস্ক:
যত দিন গড়াচ্ছে, ততই গরম বাড়ছে রাজ্যে।বৃহস্পতিবারের মতো শুক্রবারও রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি পার করেছে। আরও বাড়তে পারে পারদ। গরমের মধ্যেই ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। চরম তাপপ্রবাহ চলবে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণাঝাড়গ্রাম,  বাঁকুড়া , হাওড়া, হুগলি, দুই বর্ধমানে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম,  বাঁকুড়া , পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ বাকি জেলায় লু বইবে।  উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুরেও তীব্র তাপপ্রবাহ বইতে পারে। মালদা এবং উত্তর দিনাজপুরেও রেড অ্যালার্ট জারি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

শেষ বার কলকাতায় এত গরম পড়েছিল ১৯৮০ সালের এপ্রিল মাসে। সেই বছর কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে রবিবার সেই নজির ভেঙে দিতে পারে কলকাতা। রবিবার কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। শুক্রবার আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট