Sheikh Shajahan: ৫৬দিনের মাথায় গ্রেপ্তার সন্দেশখালির শেখ শাহজাহান - Pralipta

প্রলিপ্ত ডেস্ক: ৫৬দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালির শেখ শাহজাহানকে। মিনাখাঁ থেকে গ্রেপ্তারির পর বৃহস্পতিবার সকালেই তাকে নিয়ে যাওয়া হয় আদালতে। আদালতে পেশের কয়েক মিনিটেই শুনানি শেষ হয় বলেই খবর সূত্রের। জানা গিয়েছে, তার ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল। সূত্রের খবর, তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হলেও, আদালত ১০ দিনের নির্দেশ দিয়েছে। অর্থাৎ আগামী ১০ দিন পুলিশি হেফাজতেই থাকবে শেখ শাহজাহান। জানা গিয়েছে ন্যাজাট থানায় ইডির দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। 

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। স্থানীয়দের বিক্ষোভে ও হামলায় আহত হন একাধিক আধিকারিক। ভাঙচুর করা হয় তাঁদের গাড়িও। সেইদিন থেকেই নিখোঁজ ছিলেন শাহজাহান।দিনে দিনে শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। সন্দেশখালির একাধিক জায়গা উত্তপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হয় ১৪৪ ধারা। বৃহস্পতিবারও সকাল থেকেই এলাকা ছয়লাপ পুলিশে পুলিশে। শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর সন্দেশখালির ৪৯টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা ৩ মার্চ পর্যন্ত জারি থাকবে।

তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট