Weather Update:কেমন থাকবে আজ কলকাতার আবহাওয়া? - Pralipta


প্রলিপ্ত ডেস্ক: আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি অংশে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমিতে ঝড় হবে। আলিপুরদুয়ার এব কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ বঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট