প্রলিপ্ত ডেস্ক: আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের সম্ভাবনাও রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির বেশ কিছু জায়গায়।
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কিছু জায়গায়। এমনকী কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম , মুর্শিদাবাদ , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। অন্যদিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি সহ একাধিক জেলা। ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
তথ্যসূত্র: ইন্টারনেট ও ছবি