Weather Update: আজও বাংলার কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস? - Pralipta


প্রলিপ্ত ডেস্ক:
আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।  ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলে জানা গেছে। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি একই থাকবে। শুধু তাই নয়, আগামী কয়েক দিন তাপমাত্রাও ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। আজ মঙ্গলবার থেকে ফের হাওড়া-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৭ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট