Partha Chatterjee: সুজন-শুভেন্দুদের হাত ধরেই দুর্নীতি হয়েছিল! বিস্ফোরক মন্তব্য করে বসলেন পার্থ - Pralipta


প্রলিপ্ত ডেস্ক: সময় যত গড়াচ্ছে ততই খুলছে নিয়োগ দুর্নীতির জট। আর এসবের মধ্যেই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন জেলবন্দি পার্থ। আদালতে প্রবেশের আগে তাঁর মুখে শোনা গেল সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের নাম।

তাঁর দাবি, সুজন-শুভেন্দুদের হাত ধরেই দুর্নীতি হয়েছিল। ২০১১-১২ সালে প্রাথমিক নিয়োগে কী হয়েছিল, তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। কোনও বেআইনি কাজ তাঁর পক্ষে করা সম্ভব ছিল না বলে ফের সাফাই দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।তাঁর দাবি, যে সমস্ত নেতা এখন 'বড় বড়' কথা বলছেন তাঁরাই পার্থকে তদ্বির করেছিলেন।

বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় বলেন, ''এখন সবাই বড় বড় কথা বলছে। যে সুজন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন? ২০০৯-১০-এর সিএজি রিপোর্ট পড়ুন। সমস্ত জায়গায় তদ্বির করেছে কারণ, আমি তাঁদেরকে বলেছি করতে পারব না। আমি নিয়োগকর্তা নই। এ ব্যাপারে কোনও সাহায্য তো দূরের কথা আমি কোনও কাজ বেআইনি করতে পারব না। শুভেন্দু অধিকারীর ২০১১-১২ সালটা দেখুন না! দেখুন না, কী করেছিলেন তাঁরা।''

তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট সূত্রে প্রাপ্ত