Book Publishing: আগামী ১৫ই সেপ্টেম্বর প্রকাশিত হতে চলেছে চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের স্মারক পুস্তক - Pralipta

প্রলিপ্ত ডেস্ক: চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির (ইংরেজি বিভাগ) -এর শতোত্তর হীরক জয়ন্তী বর্ষ এবং ১৯৯৮ সালের মাধ্যমিক ছাত্রবৃন্দের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে ১৫ই সেপ্টেম্বর, ২০২২ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে প্রকাশ পেতে চলেছে কানাইলাল বিদ্যামন্দির ১৬০ বর্ষের ইতিহাসে প্রথমবার 'দিনপঞ্জিকায় চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির (ইংরাজী বিভাগ) (১৮৬২-২০২২)' নামক  একটি পুস্তক। 

এছাড়াও উক্ত দিনে শহীদ কানাইলাল দত্ত, কানাইলাল বিদ্যামন্দির এবং চন্দননগর শহরের গুরুত্বপূর্ণ  ইতিহাস সমৃদ্ধ আরও একটি পুস্তক 'সময় যানের ইতিহাস' প্রকাশিত হবে ।


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন শহীদ কানাইলাল দত্তের নাতনি শ্রীমতি শর্বরী বোস, ঐতিহাসিক তথা অধ্যাপক ড: বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীমতি সুলগ্না চক্রবর্তীর, বিশিষ্ট শিক্ষাবিদ ড: মল্লিকা নাগ এবং কানাইলাল বিদ্যামন্দির (ইংরেজি বিভাগ)- এর প্রাক্তন শিক্ষক শ্রীযুক্ত আবিরবরণ মুখোপাধ্যায় মহাশয় । 

আপনাদের সকলের উপস্থিতি কামনা করি । বিদ্যালয় প্রাঙ্গণ থেকেই প্রকাশিত হওয়ার পর দুটি বই আপনারা সংগ্রহ করতে পারবেন । উক্ত দিনে দুটি বইয়ের বিক্রয় মূল্যের ওপর থাকছে বিশেষ ছাড় ।