শ্রদ্ধেয় পরিচালক তরুণ মজুমদারের উপর বিশেষ তিনটি প্রবন্ধ - Pralipta

 


সিনেদুনিয়ার অলিগলিতে অবস্থান করছেন বহু কিংবদন্তি পরিচালক যাদের হাত ধরে বাংলা চলচ্চিত্র আজও নতুন ঘরানার স্বাদ আস্বাদন করতে পারছে। সেই অকৃত্রিম আলোকবিন্দু হলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম এক কান্ডারী বর্ষীয়ান সর্বজনশ্রদ্ধেয় জনপ্রিয় চলচ্চিত্রকার ও লেখক তরুণ মজুমদার ‌। তিনি তার রুচিশীল মার্জিত অথচ স্নিগ্ধ অপরূপ রসমাধুরী মিশ্রিত চলচ্চিত্রের জন্য সমগ্র বাঙালির মনের মনিকোঠায় আজ ও অবস্থান করছেন। প্রায় ঊনষাট বছরের ছবি তৈরির সময়কালে একই সঙ্গে এতগুলি শিল্পনৈপুণ্য-সঞ্জাত, মননসমৃদ্ধ, আবেগঘন, বাণিজ্যসফল ও জনপ্রিয় ছবির স্রষ্টা বোধ হয় বড় একটা পাওয়া যায়নি এ বাংলায়।

১৯৩১ সালের ৮ জানুয়ারি অধুনা বাংলাদেশের বগুড়ায় জন্ম তরুণ মজুমদারের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।  তার চলে যাওয়া বাংলা চলচ্চিত্রে এক অপূরনীয় শূন্যতা সৃষ্টি করেছে। প্রায় ষাট বছরের দীর্ঘ কেরিয়ার তাঁর। ১৯৫৯ সালে ছবির জগতে পদার্পণ করেন।প্রাথমিক শিক্ষা শেষ করে বগুড়া করোনেশন হাইস্কুলে পড়াশুনো করার জন্য ভর্তি হন কিশোর তরুণ মজুমদার। এই সময় থেকেই সিনেমার প্রতি তাঁর শ্রদ্ধা ও আকর্ষণ জন্মায়। যৌবনে আরও তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এই শ্রদ্ধা ও আকর্ষণ। তাই কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিজ্ঞানের স্নাতক হয়েও তিনি চলচ্চিত্রচর্চায় মেতে ওঠেন।  শচীন মুখোপাধ্যায় ও দিলীপ মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে যাত্রিক গোষ্ঠীতে আত্মপ্রকাশ। ঊনষাট বছর ধরে চলচ্চিত্রের দুনিয়ার একযোদ্ধা তরুণ মজুমদারের বিভিন্ন ছবিতে উঠে এসেছে বিভিন্ন উপজীব্য— কখনও প্রেম, কখনও পরিবার, কখনও সম্পর্ক, কখনও প্রান্তিক মানুষের জীবন, কখনও মধ্যবিত্তের পাওয়া না-পাওয়ার গল্প। এক দিকে বালিকা বধূ, নিমন্ত্রণ, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী থেকে একটুকু বাসা, দাদার কীর্তি, আপন আমার আপন, আবার অন্য দিকে ঠগিনী, পলাতক, সংসার সীমান্তে, গণদেবতা, পথ ও প্রাসাদ বা মেঘমুক্তি। এরই মধ্যে দর্শকের মনে দাগ কেটে গেছে কুহেলি-র মতো থ্রিলারধর্মী ছবি।আবার আধুনিক সময়ে তৈরি করছেন, ভালোবাসা ভালোবাসা, আলো, চাঁদের বাড়ি, ভালোবাসার বাড়ি র মতো পারিবারিক ছবি।


শ্রদ্ধেয় পরিচালক তরুণ মজুমদারের উপর বিশেষ তিনটি প্রবন্ধ:

(লিঙ্কে ক্লিক করে পড়ুন)

তরুণ মজুমদারের প্রথম সম্পূর্ণ নিজস্ব পরিচালিত সিনেমা 'আলোর পিপাসা' নিয়ে কিছু কথা

তরুণ মজুমদারের পরিচালিত হিন্দি ছবি নিয়ে কিছু কথা

তরুণ মজুমদার এবং সত্যজিৎ রায় (সম্পর্ক ও নানা দিক)

 

সমগ্র পরিকল্পনা প্রলিপ্ত টিম এবং কলমে কোয়েল সাহা