ওমিক্রন বনাম ডেল্টার সাথে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম, দক্ষিণ আফ্রিকার গবেষণার পরামর্শ - Pralipta

রণবীর পাঁজা: 'যা অস্পষ্ট তা হল যে সমস্ত দেশগুলিতে উচ্চ মাত্রার টিকা দেওয়া আছে কিন্তু পূর্বের সংক্রমণের মাত্রা খুব কম, ছবি একই রকম হবে কি না,' গবেষণার অন্যতম লেখক ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেসের অধ্যাপক চেরিল কোহেন বলেছেন।