নিম্নচাপের চোখ রাঙানি, মঙ্গলে বৃষ্টির পূর্বাভাস - Pralipta


এ.কে.এম.সোহাগ, কলকাতা, ২৬ জুলাই : বুধবার - বৃহস্পতিবার নাগাদ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এমনিতে আজ সকাল থেকে অল্প অল্প বৃষ্টি হয়েছে কিছু কিছু এলাকায়।তার উপর উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আলিপুর হাওয়া অফিস মৎস্যজীবীদের বুধ থেকে শুক্রবার সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং ঝাড়গ্রামেও।

বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বেশ কয়েকটি জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং পূর্ব বর্ধমানে। এছাড়াও এই দুইদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে।