নিম্নচাপের প্রভাবে শুক্রবার পর্যন্ত বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভবনা - Pralipta


সূর্যা দাস, কলকাতা, ২৮ জুলাই : বিগত কিছু ধরেই নিম্নচাপের কারণে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হচ্ছে বৃষ্টিপাত। এবার নিম্নচাপ ঘনীভূত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়েছে। সেই জেরে গত রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত-জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলী, বাঁকুড়া ও পুরুলিয়াতে আজ জারি করা হয়েছে কমলা সতর্কতা। সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভবনায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে লাল সতর্কতা। এছাড়া উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে অতিভারী বৃষ্টি হতে পারে।