মাথায় দুবার অস্ত্রোপচার, ২৩ দিন ভেন্টিলেশনে, তারপরেও দ্বাদশে ৯৯% পেল অপ্রতিরোধ্য শীর্ষেন্দু - Pralipta

Picture Courtesy : Anandabazar

শর্মিষ্ঠা পাল, ২৮ জুলাই : মগজে আঘাত এসেছে দুবার। এমনকি অস্ত্রোপচার ও করতে হয়েছিল। ২৩ দিন ভেন্টিলেশনে কাটানোর পরেও মনের জোর ছিল অটল টানা ১৪ মাস বিভিন্ন হাসপাতালে ঘোরার পরেও একাদশের পরীক্ষা দিয়েছিল সে। এবার সেই শীর্ষেন্দু শীল আইএসসি পাশ করলো ৯৯% পেয়ে। এখন তার লক্ষ্য ডাক্তার হওয়া। 

শীর্ষেন্দুর লড়াইটা শুরু হয়েছিল ২০১৮ সালে। জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলে পড়তো শীর্ষেন্দু। ছোট থেকেই নানা বিষয়ে পারদর্শী। এত আশার আলোর মধ্যেও নেমে এসেছিল দুর্যোগের মেঘ। আইসিএসই পরীক্ষার আগেই মাথা যন্ত্রণা শুরু হয় এই কৃতী ছাত্রের। তারপর হাসপাতাল থেকে দিন পনেরো আগে ফিরেও ৯৫% অর্জন করে। একাদশে এই সমস্যা আরো জটিলতা সৃষ্টি করে। অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়৷ অনেক কষ্টে স্বাভাবিক জীবনে কিছুটা ফিরে আসে। 
কিন্তু এখনো নিয়মিত কড়া মাত্রার ওষুধ খেতে হয় তাকে, বেশীক্ষন জেগে থাকা মানা, এমনটাই জানান তার মা। তা সত্ত্বেও স্রেফ মনের জেরে এমন নজরকারা ফল শীর্ষেন্দুর। এখন তার লক্ষ্য একজন ভাল ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়ানো।