প্রয়াত কংগ্রেস নেতার জোড়া স্মরণ সভা - Pralipta


ভবানী বর্মন, কলকাতা, ২৮ জুলাই : প্রয়াত কংগ্রেস নেতা সোমেন্দ্রনাথ মিত্র যিনি সোমেন মিত্র নামেই বেশি পরিচিত। ডায়মন্ড হারবার আসন থেকে ২০০৯ সালে তৃনমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত ১৫তম লোকসভার সদস্য ছিলেন। গত ৩০ জুলাই ২০২০তে প্রয়াত হন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তাঁর মৃত্যুর পর গত বছর প্রদেশ কংগ্রেসের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্মরণ সভার আয়োজন করা হলেও কোভিডের কারণে তাঁর পরিবারের তরফে আপত্তি ওঠায় সেই সভা বাতিল করা হয়েছিল। আর তাই তাঁর মৃত্যুর পর রাজ্যস্তরে কোনো স্মরণ সভা হয়নি। এবছর প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ৩০ জুলাই সোমেন স্মরণের উদ্যোক্তা বিধান মেমোরিয়াল ট্রাস্ট। যার চেয়ারপার্সন এখন সোমেন মিত্রের স্ত্রী এবং প্রাক্তন বিধায়ক শিখা মিত্র। কংগ্রেস নেতা বাদল ভট্টাচার্য ও প্রয়াত নেতার অনুগামীরা আমহার্স্ট স্ট্রিটে ৩০ জুলাই এক স্মরণ সভার আয়োজন করেছেন। কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এখন দিল্লিতে থাকার দরুন তিনি কোনো সভাতেই উপস্থিত হতে পারবেন না বলেই ধরা হয়। তবে এই দুই স্মরণ সভাতেই থাকবে সোমেন বাবুর অনেক অনুগামীরা।