কলকাতা সামনে আজ দিল্লি - Pralipta


আকাশ ঘোষ, কলকাতা : আজ কলকাতার সামনে দিল্লি। দিল্লি এখন যে অবস্থায় আছে তাতে কলকাতাকে এই ম্যাচ থেকে ২ পয়েন্টস সংগ্রহ করতে অনেক কাঠ খড় পোড়াতে হবে। আইপিএল এ প্রথম ৩টে দল নিজেদের জায়গা ঠিক করে নিয়েছে প্লে অফের জন্য। কিন্তু এই বারে বাকি ৫ টা টিমের মধ্যে লড়াই হবে ৪ নম্বর পজিশনটা দখল করার জন্য। সেই চারের পজিশনে নিজেদের দখলে রাখতে হলে কলকাতাকে আজকের ম্যাচ জিততে হবে। আগের ম্যাচে ওইরকম একটা বাজে হারের পর কলকাতা নাইট রাইডার্স কি ভাবে ঘুরে দাঁড়ায় সেটাই দেখার। আজকে আগের ম্যাচের কালো ছায়া মুছে কি ভাবে তারা ঘুরে দাঁড়ায়। আর অন্যদিকে দিল্লি চাইবে ম্যাচ জিতে নিজেদের যে এক নম্বর পজিশনটাতে ফিরে যেতে।
কলকাতা গিল ও রাহুল ত্রিপাঠীকে দিয়ে শুরু করবে। মিডল অর্ডারে থাকবে টম ব্যাটন, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান, কার্তিক ও লকি ফাগুরসন। বোলিং-এ থাকবে  নারিন, কুলদীপ, বরুন চক্রবর্তী, মাভি ও প্যাট কম্মিন্স।

ধাওয়ানের সাথে থাকবে পৃথ্বী ওপেনিং জুটি হিসাবে। মিডল অর্ডারে থাকবে শ্রেয়াস আইয়ার, পান্ট, হিটমায়ার ও স্টোয়নিস। বোলিং-এ থাকবে অশ্বিন ও অক্সার প্যাটেল, তুষার দেশপান্ডে, রাবাডা ও নটরেজ।