বায়ু দূষণ ও শীতের জন্য বাড়তে পারে করোনার সংক্রমণ : এইমসের অধিকর্তা - Pralipta


শুভদীপ চক্রবর্তী, কলকাতা : বায়ু দূষণ ও শীতের জন্য বাড়তে পারে করোনার সংক্রমণ। 

বৃহস্পতিবার এইমসের অধিকর্তা ডা. রণদীপ গুলেরিয়া বলেন, ‘সোয়াইন ফ্লুয়ের প্রকোপ যেমন শীতকালে বাড়ে তেমনি কোভিড-১৯ সংক্রমণের ক্ষেত্রেও সেই ঘটনা ঘটতে পারে। এর পাশাপাশি বায়ু দূষণের পরিমাণ যেভাবে বাড়ছে তার ফলেও সংক্রমণ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।'

করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহার নিয়ে তিনি বলেন, 'আইসিএমআরের গবেষণায় দেখা গিয়েছে এমন অনেক রোগীকে প্লাজমা দেওয়া হয়েছে যাঁদের শরীরে আগের থেকেই অ্যান্টিবডি রয়েছে। যদি এটা আপনার কাছে আগে থেকেই থাকে তাহলে বাইরে থেকে ফের আপনার শরীরে প্রবেশ করিয়ে খুব বেশি লাভ হবে না। তবে এই বিষয়ে এখনই চূড়ান্তভাবে কিছু বলার সময় আসেনি। আরও গবেষণার প্রয়োজন রয়েছে।