আবার করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবকের মৃত্যু - Pralipta


শুভদীপ চক্রবর্তী, কলকাতা : করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। রয়টার্স সূত্রে এমনটাই খবর। 

একদিকে করোনার প্রতিষেধক অবিষ্কারে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে চলেছে আপ্রাণ চেষ্টা। অন্যদিকে করোনাতে মৃত্যু মিছিল এখনও অব্যাহত রয়েছে।  

বুধবার ব্রাজিলের স্বাস্থ্যসংস্থা এক স্বেচ্ছাসেবকের মৃত্যুর কথা নিশ্চিত করলেও এটাও সাফ করে দেয় যে ভ্যাকসিনটির ট্রায়াল বন্ধ করা হবে না। অন্যদিকে, CNN-কে দেওয়া এক বিবৃতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রুপে থাকা স্বেচ্ছাসেবকদের শারীরিক অবস্থার উপর পৃথক পৃথকভাবে স্বাধীনভাবে নজর রাখা হয়। এই ঘটনায় ট্রায়ালের নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগের বিষয় নেই। এই মৃত্যু সত্ত্বেও, ব্রাজিল সরকারও পরীক্ষা চালিয়ে যেতে আগ্রহী।