১০ উইকেট এ হারলো চেন্নাইকে মুম্বাই - Pralipta

আকাশ ঘোষ,কলকাতা: সূর্য্যের যখন আভাস যায় তখন তার কালো ছায়া পুরো আকাশে সরিয়ে পরে। কিংবা সিংহ যখন নিজের শেষে অবস্থায় আসে তখন সে শিকার করতে পারে কিন্তু তার হাতের তেমন শক্তি থাকে না। তেমনি হচ্ছে চেন্নাইয়ের সাথে। এত বছরের ঐতিহ্য আজ এই বছরে এসে শেষ হয়ে যাচ্ছে। ১২ বছরের সম্মান এই বছরের এসে শেষ হচ্ছে। চেন্নাই হয়ে প্রথম পাঁচ  জন ব্যাটসম্যান ০,১,২,০,৭ রান করে ফিরে যায়। চেন্নাই হয়ে ২১-৫ হয়ে যায় ৫.২ ওভারে। ধোনি ও ১৬ রান করে রাহুলের বলে ফিরে যায়। এরপর স্যাম কুরান এর ৫২ রানের জন্য চেন্নাই একটা সম্মানজনক জায়গায় পৌঁছায়। ২০ ওভারে ১১৪ রান করে ৮ উইকেট হারিয়ে।
রোহিত না থাকায় ডি'কক ও ইশান কিষান ওপেনিং এ নামে। ডি'কক ও ইশান কিষান শুরু থেকেই ঝড়ের মতো শুরু করে। দুজনেই ঠিক করে এসেছিল যেন বল শুধু মাঠের বাইরে যাবে। আর দুজনেই ম্যাচ শেষ করবে। সেই মতো দুজনেই ম্যাচ শেষ করলো। ঈশান আজ ৩৭ বলে ৬৮ রানের একটা ঝোড়ো ইনিংস খেলে। ঈশান ৬টা চার ও ৫ টা ছয় দিয়ে  ইনিংসটা সাজিয়েছে।  অন্য দিকে ডি'কক ৩৭ বলে  ৪৬ রানের যোগদান করে। তার উপরে ভর করে চেন্নাইকে ১০ উইকেট এ হারালো মুম্বাই।