শ্রী সদ্যোজাতের লেখা "তোমার স্নানের ঘর" বইটির সম্পর্কে সুরঞ্জনা দে বিশ্বাসের মতামত - Pralipta


প্রলিপ্ত ডেস্ক: মৃত্তিকা প্রকাশন থেকে কথাকবি শ্রী সদ্যোজাতর 
চতুর্থ কাব্যগ্রন্থ "তোমার স্নানের ঘর" এই সময়ের এক অনন্যসাধারণ কাব্যগ্রন্থ। একটা একটা করে ১৪ টা কবিতা পড়লাম।

কৃষ্ণ কালো প্রেম, তোমার সাথে অনেকটা,  চল্লিশের কলিকাল, শীতলপাটি ভালবাসা, ছয় ঋতুর আকাশ - এমনই কিছু  অনবদ্য সৃষ্টি কবির কলমে।
সাধারণভাবে পড়লে কবিতার আটপৌরে শব্দে জাগতিক স্থিতি, সুখ, দুঃখ ধরা পড়েছে। 
আত্মস্থ হয়ে পড়লে প্রকৃত সারার্থ অনুভব করা যায়... জাগতিক মায়ার সংসার পার করে "মহাজাগতিক প্রেম" কে আধার করেছেন কবি। 
কবিতার শেষের স্তবকগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ - "ঢাকা শরীরে নিঃসঙ্কোচের প্রেমটা খোলা খোলা'ই থাকুক / হারাবার ভয় কোথায়",
কখনও বলেছেন  - "  সে যে আমার কেউ নয় / অপরিসীম ভালোবেসে সেও যে পরবাসী",
অথবা কোথাও বলেছেন - "মানুষ বোধহয় হারাতে বেশী ভালবাসে",
কখনও আবার বলেছেন -"ইচ্ছে করলেই পাওয়া যায়  শুধু সয়ে নিতে হয়"   
আবার ভীষণরকম ভালো লাগা এক শব্দগুচ্ছে কবি বলেছেন - "ত্রিযামা, তুমি প্রদীপ জ্বালিয়ে রেখো"

এক অপরিসীম জীবনবোধ আর তার সাথে মিশে গেছে  দর্শন। সাধারণের গ্রহণযোগ্য শব্দে লিখেছেন কাব্য, কিন্তু পাঠকের মননে শব্দগুলো যখন কথা হয়ে উঠেছে তখনই বোঝা গেছে তাঁর গভীর আধ্যাত্মজ্ঞান, উপনিষদ তুল্য ধ্যান ধারণা। সমকালের সুধা আর কালকূট - দুই পান করিয়েছেন পাঠকদের - এ আমাদের পরম পাওনা। 
সত্যি বলতে কি কথাকবি তখন মহর্ষি, তাঁর লেখনীতে হয়েছে ঈশ্বর দর্শন। 

"তোমার স্নানের ঘর" এর রসধারায় সিক্ত হলাম, 
এই কবিতার মর্মকথা শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, আগামী প্রজন্মের কাছেও সমাদৃত হবে, চিরকালীন হয়ে থাকবে পাঠকের মণিকোঠায়। যিনি এবং যিনি পড়বেন "তোমার স্নানের ঘর" - এর কবিতাগুচ্ছ মহাকবির সাথে একবার হলেও আন্তরিক হতে হবে। শ্রদ্ধেয় প্রিয়কবিকে জানাই একরাশ শিউলি ফুলের শরৎ শুভেচ্ছা।