পুজো নিয়ে আগের রায়-ই বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ - Pralipta


শুভদীপ চক্রবর্তী, কলকাতা : সংক্রমণ শঙ্কায় কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক পুজো-রায় আজ পুনর্বিবেচনা করতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে পুজো-রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল। ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সেই আবেদনের শুনানি হয়েছে আজই।

শুনানি শেষে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী কী নির্দেশ দিলেন? 

• সাধারণ দর্শকদের জন্য মণ্ডপে 'No entry' বহাল রইলো। 

• No entry জোনে করোনা সুরক্ষাবিধি মেনে ঢাকিরা থাকতে পারবেন। 

• ছোট পুজোর ক্ষেত্রে ৪৫ জন ও বড় পুজোর ক্ষেত্রে ৬০ জনের তালিকা প্রকাশ করা যাবে। তালিকা রোজ পরিবর্তন করা যাবে। 

• ছোট পুজোর (৩০০ বর্গ মিটার এর কম) ক্ষেত্রে ১৫ জন পাড়ার লোক ও বড় পুজোর ক্ষেত্রে ৪৫ জন পাড়ার লোক বা পুজো কমিটির লোকজন প্রবেশ করতে পারবেন। 

• সিঁদুর খেলারও অনুমতি দেয়নি হাইকোর্ট। 

মূলতঃ আগের রায়'ই বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।