কবিতা | চোখ দিও | ধৃতিমান তলাপাত্র | Haraf | Pralipta


একটা চোখ চেয়েছিলাম
যেখানে সমুদ্র আর নদী আছে
আর আছে গাছে ভরা জীবন,
সকালের সময়গুলো অনায়াসে কাটবে তাকে দেখে।
গ্ৰীষ্মের দুপুরগুলো তখন দূর অস্ত।

একটা চোখ চেয়েছিলাম
যা কাজল ভরা, পুরোনো প্রেমিকার মতো
যেখানে শাসন জন্মাবে অনায়াসে,
শেষবার যখন মৃত্যু ডাকলো সেবার চোখ দেখেছি
তবে সে তো ভয়ংকর।

একটা চোখ চেয়েছিলাম
যা কোনো সুন্দরের
যেখানে সবাই জহ্লাদকে ভালোবাসবে,
যেখানে দেশের কোনো সংজ্ঞা নেই 
নেই কোনো ক্ষমতার লালসা।

একটা চোখ চেয়েছিলাম
যেখানে চিল, শকুন মৃত্যু চায় না
শরীরগুলো ওদের খেতে দেয়।
ভোগ বিলাসীতা পুড়িয়ে ফেলে
আর লোভগুলোকে দেয় কবর।

একটা চোখ চেয়েছিলাম
যেখানে মৃত্যু হবে শুধু শরীরের
সাথে ফুসফুস ভর্তি অক্সিজেন পুষবে
আর গান গাইবে কোনো আদিম মানুষের,
যে প্রথম ভালোবাসার কথা বলেছিল।

এই চোখ, এই দর্শন আমি খুঁজেছি, আমি খুঁজছি এবং খুঁজবো।
যখন দাঁতে দাঁত লাগবে, মৃত্যুর ধ্বনি আমায় কবিতা শোনাবে
রক্ত শরীর থেকে গড়িয়ে পড়বে
হৃদপিণ্ড যখন বলবে, "পৃথিবী চাই"
তখন বলবো , "সবাইকে একটা চোখ দিও"।