বিশিষ্ট ঐতিহাসিক ও পুরাতত্ত্ববিদ চিত্তরঞ্জন দাসগুপ্তের জীবনাবসান - Pralipta

প্রলিপ্ত ডেস্ক : বিশিষ্ট ঐতিহাসিক ও পুরাতত্ত্ববিদ চিত্তরঞ্জন দাসগুপ্তের(৯৭) জীবনাবসান হয়েছে৷ আজ দুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুর হাসপাতালে বার্ধক্য জনিত কারণে তাঁর মৃত্যু হয়৷ বঙ্গীয় সাহিত্য পরিষদের বিষ্ণুপুর শাখার অন্যতম প্রতিষ্ঠাতা রাঢ় বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতে বহু প্রবন্ধ লিখেছেন৷ বেশ কয়েকটি গবেষণা পুস্তকও রয়েছে৷ রাঢ় বাংলার আরেক কিংবদন্তী ঐতিহাসিক মাণিক লাল সিংহের সঙ্গে একযোগে বহু পুরাতাত্ত্বিক মূর্তি, পুঁথি সংগ্রহ করেছেন৷ বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানাকে বাঁচিয়ে তুলতেও তাঁর অবদান রয়েছে৷