'সৌরভ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স' প্রযোজিত মধ্যবিত্তের দৈনন্দিন জীবনের টানাপোড়েনের এক গল্প মিস্টার লাকি (Mr. Lucky!) - Pralipta


প্রলিপ্ত ডেস্ক : Mr. Lucky! ছবিটি মধ্যবিত্তের দৈনন্দিন জীবনের পরিশ্রম ও তারই মাঝে স্বপ্নপূরণের এক গল্প। মধ্যবিত্ত সারাজীবন হাড়-ভাঙা পরিশ্রম করে চলে এবং একই সঙ্গে স্বপ্ন দেখে। সেই স্বপ্নপূরণের আকাঙ্খা নিয়েই আরিয়ুনদের এই ছোটো ছবি।

ছবিটির শ্যুটিং শেষ হয় ২১শে মার্চ। লকডাউনের ঠিক একদিন আগে। তারও আগে ছিল এক মাসের চিত্রনাট্য লেখা এবং আরও এক মাসের প্রস্তুতি। তারপর ৩ দিনের শ্যুটিং। 

ছবিটিতে পর্দার সামনে এবং পিছনে বলতে গেলে প্রায় সবাই নবাগত শিল্পী ও কলাকুশলী হিসেবে কাজ করেছেন। এই মহামারীর ভয়ঙ্কর দাপটে ছবির সব কাজ পিছিয়ে যায়। তবে ঘরে বসে টিমের সঙ্গে কাজ শেষ করা হয়।

ছবিটি পরিচালনা করেছেন এবং লিখেছেন আরিয়ুন এবং তার টিম (ARYUUN and Team)।

প্রযোজনা করেছেন : Sourav Entertainment Ventures 
ছবিটি স্পনসর করেছেন : SPUR
অনলাইন মিডিয়া পার্টনার : Online Entertainment TV & Pralipta
এছাড়া এই ছবিতে Music করেছেন দেবজ্যোতি, এডিট করেছেন মিথ ঘোষ এবং আকিল আনসারী, Assistant director হলেন শিবাঞ্জন মিত্র।