মৎস আড়ৎ বন্ধের ঘোষনা




পিয়ালী গোস্বামী, হুগলী : গত ২৪তারিখ প্রশাসনের তরফ থেকে মগরা থানা সংলগ্ন এলাকার মৎস আড়ৎ বন্ধের সিন্ধান্ত নেওয়া হয়েছে।এই মৎস আড়ৎগুলি হল মগরা ও ত্রিবেণী এলাকাভিত্তিক আড়ৎ।গত কয়েকদিন যাবৎ মানুষের ভীড় উপচে পড়ায় স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।একটি বিজ্ঞপ্তিও জারি হয়েছে যে ২৫.৪.২০২০ থেকে ৩০.৪.২০২০ অবধি এলাকাভিত্তিক মৎস আড়ৎ বন্ধ থাকবে। এই আড়ৎ গুলি এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে।এলাকা বাসীর অর্থনৈতিক জোগান এই মৎস আড়ৎ এর মাধ্যমে হয়ে থাকে।এই স্থানে স্থানীয় জলাশয় এবং গঙ্গানদী ছাড়াও বাইরে থেকে অর্থাৎ পূর্ব মেদিনীপুর,ওঅন্ধ্রপ্রদেশ থেকে মৎস সরবরাহ হয়।বর্তমানে করোনা পরিস্থিতি জাঁকিয়ে বসায় আমদানি অনেক কম।অর্থিক ক্ষতির দিক চোখে পড়ছে।

মগরা আড়ৎ কমিটির এক প্রতিনিধি সঞ্জিত কুমার ঘোষ সূত্রে খবর যে এই ৫দিন আড়ৎ বন্ধ থাকবে তাতে কয়েক হাজার আর্থিক ক্ষতির আশঙ্কা করেছেন তিনি।আবার একজন সচেতন মানুষ হিসাবে এও বলেছেন যে রাজ্যে করোনা সংক্রমন রুখতে প্রশাসনিক এই পদক্ষেপ যথেষ্ট গ্রহনযোগ্য।আর্থিক ক্ষতির থেকে মানুষের প্রান অনেক মূল্যবান। আরোও জানা যায় যে পরবর্তী করোনা পরিস্থিতি অনুযায়ী এই আড়ৎ বন্ধের সিদ্ধান্ত বাড়ানোও হতে পারে।